ছাদেকুল ইসলাম রুবেল, গাইবান্ধা : সামাজিক অবক্ষয় রোধে অপসংস্কৃতি, অশ্লীলতা, মাদক-জুয়া, নারী-শিশু নির্যাতন, ধর্ষণ, পর্নোগ্রাফি বন্ধসহ মৌলবাদ-সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার আহবান জানিয়েছে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র নামের সংগঠন। সেই সঙ্গে ক্ষেত-খামার, হোটেলসহ বিভিন্ন জায়গায় নারী শ্রমিকদের মজুরি বৈষম্য কমানোর দাবি জানান।

বুধবার (৮ মার্চ) আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গাইবান্ধা ১নং রেলগেটে এক সমাবেশে এসব দাবি জানান বক্তারা। বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের সভাপতি সুভাসিনী দেবীর সভাপতিত্বে বক্তব্য রাখেন- সাধারণ সম্পাদক নিলুফার ইয়াসমিন শিল্পী, সাংগঠনিক সম্পাদক রাহেলা সিদ্দিকা, লিজা উল্ল্যা, কলি রানী বর্মন প্রমুখ।

বক্তারা বলেন, নারী দিবস উদযাপন হচ্ছে কিন্তু নারী আজও তার মর্যাদা-অধিকার প্রতিষ্ঠা করতে পারেনি। তাই নারী দিবসের চেতনাকে ধারণ করে শোষিত ও নিপীড়িত নারীর মুক্তির আন্দোলনকে সমাজতান্ত্রিক তথা সাম্যবাদী চেতনায় এগিয়ে নিতে হবে।

(এসআইআর/এএস/মার্চ ০৯, ২০২৩)