স্টাফ রিপোর্টার : প্রাণের প্রেমান্ধতায় হলাম জড়ো, বন্ধুত্বের প্রণয়ে সিক্ত দুরন্ত তেরো-পনেরো এই পতিপাদ্যকে সামনে রেখে এইবা ময়মনসিংহ বিভাগে হয়ে গেল এসএসসি ১৩ ও এইচএসসি ১৫ ব্যাচের মিলনমেলা ২০২৩।

আজ শুক্রবার সকাল ৯ টায় ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম হলে এ মিলনমেলার আয়োজন করে ময়মনসিংহ বিভাগের এসএসসি ১৩ ও এইচএসসি ১৫ ব্যাচ।

বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আগত বন্ধুরা সকলে মিলে দিনব্যাপী এ আনন্দ সব বন্ধুদের সাথে ভাগাভাগি করে নেয়। উক্ত অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করার জন্য বিভিন্ন রকমের বিনোদনের আয়োজন করে আয়োজক কমিটি। যারা মধ্যে অংশগ্রহণ করে বিভিন্ন জেলা থেকে আগত ৫ শতাধিক বন্ধুদের মধ্য থেকেই।

জামালপুর থেকে আগত আনিসুর রহমান বলেন, অনেক বছরপর বন্ধুদের সাথে দেখা হয়ে খুব ভালো লাগছে। হাজার বছর বেঁচে থাকুক আমাদের এই বন্ধুত্ব।

পিরোজপুর জেলা থেকে আগত মাসুদ রানা তার অনুভূতি প্রকাশ করার সময় বলেন আমি শুধুমাত্র বন্ধুত্বের টানে পিরোজপুর থেকে এসেছি। আমার সাথে আমার আরো কয়েকজন বন্ধুও এসেছে।

এসময় উপস্থিত অনান্য বন্ধুরা বলেন, সবাই এখন খুব ব্যস্ত যার যার ব্যাক্তিগত ও পারিবারিক জীবন নিয়ে। তবুও আমরা এ আয়োজনে আসছি বন্ধুত্বের ভালোবাসায়। এখানে আসার ফলে একসাথে অনেক বন্ধুদের সাথে দেখা হওয়ার সুযোগ হয়েছে। এক একজন এক এক পেশায় কাজ করছে। সবাই সবার স্থানে ভালো আছে এটাই আনন্দের। এখানে আমাদের অনেক বন্ধুরাই পরিবার নিয়ে এসেছে। সারাদিন আমরা অনেক আনন্দ করেছি।

আয়োজক কমিটির সদস্য ও এসএসসি ১৩ ও এইচএসসি ১৫ ফেসবুক গ্রুপের মডারেটর উজ্জ্বল আহমেদ কাব্য বলেন, ময়মনসিংহ বিভাগের মিলনমেলায় ৫ শতাধিক বন্ধুদের একত্রিত করতে পরে আমরা খুব আনন্দিত। বন্ধুত্বের ভালোবাসাটা এই রকমই হয়।

আয়োজক কমিটির সদস্য ও এসএসসি ১৩ ও এইচএসসি ১৫ ফেসবুক গ্রুপের ময়মনসিংহ বিভাগ এডমিন খাদিজা বলেন, সময় যেমন পরিবর্তন হয়েছে ঠিক তেমনি আমরাও পরিবর্তন হয়েছি। যান্ত্রিক মেশিনে পরিনত হয়ে গেছি। তাই কিছুটা সময় আমরা বন্ধুরা বাঁধন ছাড়া হলাম। সাংস্কৃতিক অনুষ্ঠানে আমাদের বন্ধুরাই অংশগ্রহণ করে বাকি বন্ধুদের আনন্দ দিয়েছে। সারাদিন আমরা সবাই খুব আনন্দ করেছি।

অনুষ্ঠানে সংগীত পরিবেশন করে নাহিদ সহ অনান্য বন্ধুরা আয়োজনকে আরো প্রাণবন্ত করেন। এছাড়া নাচ, কবিতা আবৃত্তি, কৌতুক সহ অনুষ্ঠানের শেষে রাইফেল ড্র অনুষ্ঠিত হয়।

(এস/এসপি/মার্চ ১০, ২০২৩)