মেহেরপুর প্রতিনিধি : "স্মার্ট বাংলাদেশের প্রত্যয়, দুর্যোগ প্রস্তুতি সবসময়" এই প্রতিপাদ্য সামনে রেখে মেহেরপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। 

আজ শুক্রবার সকালে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমী মোড় থেকে র‍্যালিটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয় গিয়ে শেষ হয়।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গোলাম রাব্বানী সোহেল, মেহেরপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ আব্দুর রাজ্জাক মেহেরপুর জেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সার্কেল অ্যাডজুট্যান্ট মোঃ আল মামুম, সদর পিআইও না‌হিদা ইসলাম সহ স্কুলের বিভিন্ন শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

(এস/এসপি/মার্চ ১০, ২০২৩)