দীপক চন্দ্র পাল, ধামরাই : বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর রায় বলেছেন বাংলাদেশের অর্থনীীত এখন শূন্যের কোঠায়। তেল গ্যাস বিদ্যুতের দাম বৃদ্ধি পাওয়ায় জিনিষ পত্রের দাদ লাগাম হীন ভা্েব লাফিয়ে লাফিয়ে বাড়ছে। তেল গ্যাস বিদ্যুতের দাম বৃদ্ধি পেলে সব জিনিয়ের দাম বাড়ে। এই তিনটি জিনিষের দাম বাড়ার সাথে সর্ম্পক আছে। ত্বত্তাবধায়ক সরকারের কাছে সরকারের দায়িত্ব দিতে হবে। বাংলাদেশে শেখ হাসিনার আজ্ঞাবহ নির্বাচন কমিশন বাতিল করতে হবে। শেখ হাসিনার অধিনে নির্বাচন হবে না।

বিএনপির এ নেতা শনিবার বিকেল তিনটায় ঢাকা জেলা বিএনপি আয়োজিত ধামরাই বাইপাস সড়কে পাশে ধামরাই উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে মানব বন্ধন কর্মসুচি চলাকালে আলোচনা সভায় তার ভাষনে এসব কথা বলেন।

শনিবার বেলা ৩ টায় ঢাকার দশটি ইউনিটের সমন্বয়ে তেল চিনি গ্যাস বিদ্যুৎ সহ নিত্য পণ্যের উর্ধ গতি ও বেগম থালেদা জিয়ার মুক্তির দাবী সহ ত্বত্তাবধায়ক সরকারের অধীনে নির্বাচন সহ গণতন্ত্র পূণঃ উদ্ধারের দাবীতে ধামরাইয়ে মানব বন্ধন করেছে বিএনপি।এই কর্মসুচিতে ঢাকার ৬ উপজেলা থেতে ও ধামরাই উপজেলার ১৬ ইউনিয়ন থেকে কয়েক হাজার নেতা কর্মী দুপুর থেকে দলে দলে মিছিল নিয়ে এসে এই মানবন্ধনে অংশ নেয়।

মানব বন্ধন চলাকালে এক পর্যায়ে দলীয় কোন্দল এর কারণে দফায় দফা হাতা হাতির ঘটনা ঘটেছে। নের্তৃবৃন্দরা থামাতে না পেরে লাঠিও ব্যবহার করেন। পরে যথারীতি মানব বন্ধন কর্মসূচি পালিত হয়েছে। এসময় পুলিশ সর্তক অবস্থায় থাকতে দেখা গেছে।

ঢাকা চেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আসফাক এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর রায়।আরো বক্তব্য রাখেন ধামরাই উপজেলা বিএনপির সভাপতি ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব তমিজি উদ্দিন ,সাবেক এমপি ডাঃ সালাউদ্দিন বাবু,সংরক্ষিত আসনের সাবেক এমপি সুলতানা আহমেদ,ঢাকা জেলা বিএনপির সাধারন সম্পাদক এডঃ নিপুন রায়, ধামরাইয়ের সা্েক মেয়র ও পৌর বিএনপির সভাপতি দেওয়ান নাজিম উদ্দিন মঞ্জু।

(ডিসিপি/এএস/মার্চ ১২, ২০২৩)