রাজা সীতারাম রায়ের বাড়ীর উন্নয়ন আলোকচিত্র এমপির হাতে তুলে দিলেন মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা

বিশ্বজিৎ সিংহ রায়, মহম্মদপুর : মাগুরার মহম্মদপুর উপজেলা সদরে অবস্থিত রাজা সীতারাম রায়ের রাজবাড়ীর উন্নয়ন পরবর্তী সময়ের আলোকচিত্র মাগুরা- ২ আসনের সংসদ সদস্য ড. শ্রী বীরেন শিকদার ও সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর হাতে তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রামানন্দ পাল। আজ সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস কক্ষে এ আলোকচিত্র প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন মহম্মদপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ বেবী নাজনীন, মহম্মদপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইকবাল আক্তার কাফুর উজ্জল, নহাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ তৈয়েবুর রহমান তুরাফ প্রমূখ উপস্থিত ছিলেন।
(বিএস/এসপি/মার্চ ১৩, ২০২৩)