মহম্মদপুরে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা

মহম্মদপুর প্রতিনিধি : মাগুরার মহম্মদপুরে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
"মানসম্মত প্রাথমিক শিক্ষা স্মার্ট বাংলাদেশ গড়ার দীক্ষা" এই প্রতিপাদ্য নিয়ে আজ সোমবার সকালে উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ড. শ্রী বীরেন শিকদার।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রামানন্দ পাল- এর সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো. ওয়াহিদুজ্জামান, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ বেবী নাজনীন, নহাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. তৈয়েবুর রহমান তুরাপ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহম্মদপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলিমুজ্জামান শিউলী পারভীন প্রমূখ।
উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মো. আব্দুল মতিন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। আলোচনা সভায়- ১৩৪ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
(বিএস/এসপি/মার্চ ১৩, ২০২৩)