বিশেষ প্রতিনিধি, মাদারীপুর : দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প গোপালগঞ্জ এর আওতায় জাটকা ধরা নিষেধের সময় সোমবার (১৩ মার্চ) বেলা ১২টার দিকে মাদারীপুরে কার্ডধারী জেলেদের মাঝে বিকল্প কর্মসংস্থানের অংশ হিসেবে বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে।

মাদারীপুর সদর উপজেলা পরিষদ চত্বরে এই উপকরণ বিতরণ করেন জেলা প্রশাসক ড. রহিমা খাতুন। দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প গোপালগঞ্জ এর আওতায় জাটকা ধরা নিষিদ্ধকালে মৎস বিভাগ ৪০ জন জেলেদের ৫ জনের একটি গ্রুপ করে ৮টি জাল, ২০ জন জেলেদের প্রত্যেককে দুটি করে ছাগল, একটি খোয়ার (ছাগলের ঘর), ছাগলের খাদ্য ও ওষুধ বিতরণ করা হয়।

মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকতা মো. মাইনউদ্দিনের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা বাবুল কৃষ্ণ ওঝা, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তপন কুমার মজুমদার, এলজিইডি’র উপজেলা প্রকৌশলী মনোয়ার হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মশিউর রহমান প্রমুখ।

মাদারীপুর জেলা মৎস কর্মকর্তা বাবুল কৃষ্ণ ওঝা বলেন, জাটকা ইলিশ ধরা নিষিদ্ধের সময় জেলেরা যাতে কর্মহীন হয়ে না পরেন তাই এই উপকরণগুলো বিতরণ করা হয়েছে।

মাদারীপুরের জেলা প্রশাসক ড. রহিমা খাতুন বলেন, মা ইলিশ ধরা বন্ধ ও জাটকা ধরা এবং বিক্রিয় নিষিদ্ধের এই সময়ে এসব উপকরণ জেলেদের কর্মসংস্থান যোগাবে। জেলেদের তালিকা করে এই উপকরণ বিতরণ করা হয়েছে। এতে করে ইলিশ মাছের বিস্তার ঘটবে।

(এএসএ/এসপি/মার্চ ১৩, ২০২৩)