মোঃ আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার : চলমান ১০ দফা দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচী পালনকালে গত শনিবার মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য এম নাসের রহমানসহ দলীয় নেতাকর্মীদের উপর সরকারদলীয় ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোব্ধ নেতাকর্মীরা শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

সোমবার (১৩ মার্চ) বিকালে শহরের টাউন ঈদগাহ প্রাঙ্গণে জেলা বিএনপির আয়োজনে শুরু হয় বিক্ষোভ সমাবেশ। সমাবেশে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে যোগ দেন। এসময় সমাবেশ স্থলের কিছু দূরে শাহমোস্তফা সড়কে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্ক অবস্থান নিতে দেখা যায়।

জেলা বিএনপির সহ-সভাপতি ফয়সল আহমেদ এর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন,জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ূন, জেলা বিএনপির সহসভাপতি আশিক মোশাররফ, সাংগঠনিক সম্পাদক বকসী মিছবাহ-উর রহমান, জেলা যুবদলের সভাপতি ও কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি (সিলেট বিভাগ) জাকির হোসেন উজ্জ্বল, জেলা বিএনপির প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ফখরুল ইসলাম, জেলা বিএনপির সহসভাপতি মো.হেলু মিয়া, সহ-সাধারণ সম্পাদক আব্দুর রহিম রিপন, জেলা বিএনপির সাংস্কৃতিক সম্পাদক মারুফ আহমেদ, মৌলভীবাজার পৌর বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ রশিদ,জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম পিরুন, সদর উপজেলা যুবদলের আহবায়ক হাফেজ আহমদ মাহফুজ প্রমুখ।

সমাবেশে গত শনিবারের হামলার প্রেক্ষাপট তুলে ধরে বক্তারা বলেন,বিএনপি দলের জন্য লড়ছেনা,লড়ছে দেশের মানুষের জন্য,সুতরাং হামলা-মামলা দিয়ে আন্দোলন দমানো যাবেনা। এসময় নাসের রহমানসহ নেতাকর্মীদের উপর হামলার নিন্দা জানিয়ে বক্তারা আগামীতে প্রতিটি হামলার জবাব দেয়ারও হুশিয়ারী উচ্চারণ করেন।

সমাবেশ শেষে জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ূনের নেতৃত্বে কয়েশ নেতাকর্মী নিয়ে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি লেইক রোড হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সাইফুর রহমান সড়কের ওয়েস্টার্ন প্লাজার সামনে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। এসময় সেখানেও পুলিশের বিপুল সংখ্যক সদস্যদের উপস্থিত থাকতে দেখা যায়। তবে শেষ পর্যন্ত সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচী শান্তিপূর্ণভাবেই শেষ হয়েছে।

(একে/এএস/মার্চ ১৩, ২০২৩)