চপল রায়, ভোলা : ভোলার তজুমদ্দিনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়েছে। 'ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন জেন্ডার বৈষম্য করবে নিরসন' এ প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশে বাল্যবিবাহ প্রতিরোধ প্রকল্পের অংশ হিসেবে প্ল্যান ইন্টারন্যাশনাল এর কারিগরি সহায়তায় এর আয়োজন করেছে সুশীলন। 

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রামেন্দ্রনাথ বিশ্বাস এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মহিউদ্দিন পোদ্দার।

এ সময় বক্তারা বাল্যবিবাহ কে নারী উন্নয়নে প্রধান অন্তরায় হিসেবে একমত পোষণ করেন। গ্লোবাল এফেয়ার্স কানাডার আর্থিক সহযোগিতায় বাস্তবায়িত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম কিবরিয়া , সুশীলন এর টিম ম্যানেজার জিয়াউল হক, উপজেলা সমন্বয়ক সুরুজ মিয়া, কমিউনিকেশন কোঅর্ডিনেটর কবিবুর রহমান প্রমুখ। র‍্যালি, স্লো সাইকেল রেস ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এর মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।

(সিআর/এসপি/মার্চ ১৪, ২০২৩)