নহাটা আরপিপি মাধ্যমিক বিদ্যালয়ে ৩ দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
.jpg)
বিশ্বজিৎ সিংহ রায়, মহম্মদপুর : মাগুরার মহম্মদপুরে ঐতিহ্যবাহী নহাটা রাণী পতিত পাবনী মাধ্যমিক বিদ্যালয়ে, ৩ দিনব্যাপী বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ১৮ জন জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার প্রদান হয়েছে।
গতকাল বুধবার বিকালে বিদ্যালয়ের চত্বরে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডঃ আব্দুল মান্নান। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোস্তফা কামাল সিদ্দিকী লিটন এর সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক নু.হা. ম হাদিউজ্জামান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) অসিত কুমার রায়, সাবেক প্রধান শিক্ষক মো. মতিয়ার রহমান।
এসময় উপস্থিত ছিলেন অধ্যক্ষ আনন্দ কুমার দে, নহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক গৌতম ঠাকুর, বীর মুক্তিযুদ্ধা রেজাউর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস সহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
(বিএস/এসপি/মার্চ ১৬, ২০২৩)