স্পোর্টস ডেস্ক, ঢাকা : লুইস আদ্রিয়ানো। ব্রাজিলিয়ান স্ট্রাইকার। মেসি-নেইমার কিংবা রোনালদোর মতো পরিচিত মুখ নন তিনি। খেলছেন শাখতার দানেক্সের হয়ে। ২০০৭ সাল থেকে শাখতারের হয়ে আলো ছড়াচ্ছেন তিনি। ইউক্রেনের ক্লাবটির হয়ে খেলেছেন ১৪৯টি ম্যাচ। আর নামের পাশে ৬৯টি গোল যোগ করেছেন তিনি। ইউরোপসেরার টুর্নামেন্টে ১ ম্যাচে ৫ গোল করে রেকর্ড গড়েছিলেন মেসি।

মঙ্গলবার রাতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বাতে বরিসভের বিপক্ষে ৫ গোল করে মেসির রেকর্ডে ভাগ বসিয়েছেন লুইস আদ্রিয়ানো। ম্যাচটিতে তার দল শাখতার দানেক্স জিতেছে ৭-০ গোলে। তার মধ্যে ২৮, ৩৭, ৪০, ৪৪ ও ৮২ মিনিটে প্রতিপক্ষ বাতের জাল কাঁপিয়েছেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার। আর তাতে চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে মেসির পর তিনিই হলেন দ্বিতীয় খেলোয়াড়, যিনি এক ম্যাচে পাঁচটি গোল করেছেন।

(ওএস/পি/অক্টোবর ২২, ২০১৪)