রবিউল ইসলাম, গাইবান্ধা : বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ কমিটির সাবেক সদস্য,বীর মুক্তিযোদ্ধা মেজর (অবঃ) মফিজুল হক সরকার বলেছেন,শিক্ষার্থীদের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে হবে,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ডাকে সাড়া দিয়ে আমরা ৭১ এ হানাদার বাহীনীর সাথে যুদ্ধ করে বিজয় লাভ করেছি।

বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ অনেক এগিয়ে যাচ্ছে, বর্তমান সরকার শিক্ষা ক্ষেত্রে পর্যাপ্ত বরাদ্দ দিয়েছে, বিনামূল্যে শিক্ষার্থীদের হাতে বছরের প্রথম দিন বই একমাত্র আওয়ামীলীগ সরকারই দিয়েছে। শিক্ষার্থীদের উপবৃত্তি দেয়া থেকে শুরু করে শিক্ষকদের সম্মানজনক বেতন ভাতার ব্যবস্থা আওয়ামীলীগ সরকারই করেছে।

আমরা যদি মুক্তিযুদ্ধের চেতনা শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে পারি তাহলে সমাজ থেকে বৈষম্য দূর হবে,অন্যায়- অপরাধ দূর হবে। ১৫ ই মার্চ বুধবার উপজেলার বাসুদেবপুর চন্দ্র কিশোর উচ্চ বিদ্যালয়ে এসএসসি-২৩ ব্যাচ বিদায় উপলক্ষে আয়োজিত দোয়া অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বাসুদেবপুর চন্দ্র কিশোর উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ একেএম আব্দুর নুর এঁর সভাপতিত্বে এসময় আরো বক্তব্য রাখেন উক্ত প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি খাজা নাজিম উদ্দিন, অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল মালেক বিএসসি, সহকারি শিক্ষক নয়নসহ আরো অনেকে।

(আর/এসপি/মার্চ ১৬, ২০২৩)