মহম্মদপুর প্রতিনিধি : মাগুরার মহম্মদপুরে ৫-ম বার্ষিকী মতুয়া সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উপজেলার সালধা মতুয়া সংঘের আয়োজনে হরি মন্দির চত্বরে এ সম্মেলন সম্পন্ন হয়।

গত মঙ্গলবার রাতে অধিবাস এর মধ্য দিয়ে এ সম্মেলনের শুভ সূচনা ঘটে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ব মতুয়া পরিষদের মাগুরা জেলা শাখার সভাপতি বিনোদ কুমার রায়, নহাটা ইউনিয়ন শাখার সভাপতি দুলাল রায়, সাধারণ সম্পাদক সুকোমল মজুমদার, সালধা মতুয়া সংঘের সভাপতি নগেন্দ্রনাথ সমাদ্দার, সাধারণ সম্পাদক অনিল কুমার বিশ্বাস, কোষাধক্ষ্য পশুপতি বিশ্বাস সহ বিভিন্ন পর্যায়ের মতুয়া কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এবারের মতুয়া সম্মেলনে নড়াইল, মাগুরা, ফরিদপুর, গোপালগঞ্জ, সহ দেশের বিভিন্ন জেলা ওউপজেলা থেকে ৬২ টি মতুয়া দল অংশগ্রহণ করেন। বৃহস্পতিবার রাতে এক কবি পালা অনুষ্ঠিত হয় এবারের কবিয়াল ছিলেন নিখিল রঞ্জন সরকার বানারীপাড়া বরিশাল ও প্রিতিশ সরকার অভয়নগর যশোর। এবং সবশেষে নগর কীর্ত্তন মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

(বিএস/এসপি/মার্চ ১৭, ২০২৩)