ঈশ্বরদী প্রতিনিধি : খেলাঘরের আয়োজনে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে জাতির পিতার ১০৩ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।  দিবসটি পালন উপলক্ষে শুক্রবার বিকেলে ডাকবাংলো মাঠে শিশু সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ,  চিত্রাংকন প্রতিযোগীতা, আলোচনা সভা ও কেককাটার আয়োজন করা হয়। উদ্বোধন করেন খেলঘরের উপদেষ্টা ও আওয়ামী লীগ নেতা ব্যরিষ্টার সৈয়দ আলী জিরু। 

প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম পাকন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস, সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আবুল কালাম আজাদ মিন্টু, উপজেলার ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান।

সভাপতিত্ব করেন খেলাঘরের উপজেলা সভাপতি দেওয়ান আবুল হাসেম। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ফারহানা রানী। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কেন্দ্রীয় সম্পাদক মন্ডলীর সদস্য এনামুল ইসলাম জিন্নাহ। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে আবৃতি, সংগীত ও নৃত্য পরিবেশন করে খেলাঘরের শিশু শিল্পীরা।

(এসকেকে/এসপি/মার্চ ১৭, ২০২৩)