দিলীপ চন্দ, ফরিদপুর : ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আয়োজিত ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে এর মধ্যে রয়েছে বর্ণাঢ্য  র‍্যালি, শিশু সমাবেশ, ১০৩ পাউন্ডের কেক কাটা এবং স্বেচ্ছায় রক্তদান। 

আজ শুক্রবার সকালে ফরিদপুর জেলা প্রশাসক কার্যালয় হতে একটা শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে।

এটি শহরের অম্বিকা ময়দানে এসে পৌঁছলে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ অর্পণ করা হয়। এরপর ১০৩ পাউন্ডের কেক কাটা, শিশু সমাবেশ ও স্বেচ্ছায় রক্তদান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি থেকে ‌ কর্মসূচির উদ্বোধন করেন ফরিদপুরের জেলা প্রশাসক ইকবাল আহসান তালুকদার। এই সংবাদ লেখা পর্যন্ত অনুষ্ঠানটি চলছিল।

এদিকে জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে বলে জানা গেছে। এতে ফরিদপুরের সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী বৃন্দ এবং বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক ব্যক্তিবর্গ অংশগ্রহণ করবেন বলে আরো জানা গেছে।

(ডিসি/এসপি/মার্চ ১৭, ২০২৩)