স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ : নানা কর্মসূচী মধ্য ঝিনাইদহে পালিত হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবাষির্কী ও জাতীয় শিশু দিবস। দিবসটি উপলক্ষে শুক্রবার সকালে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।

সকাল সাড়ে ৭ টায় জেলা প্রশাসনের পক্ষ থেকে শহরের প্রেরণা একাত্তর চত্তরে জাতির পিতার প্রতিকৃতিকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর একে একে পুলিশ বিভাগ, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। এর আগে শহরের বিভিন্ন স্থান থেকে নানা সংগঠনের পক্ষ থেকে র‌্যালী বের করা হয়। র‌্যালী প্রেরণা একাত্তর চত্বরে গিয়ে শেষ হয়। পরে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

এতে স্থানীয় সংদ সদস্য আব্দুল হাই, জেলা প্রশাসক মনিরা বেগম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, ঝিনাইদহ পৌরসভার মেয়র কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজলসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। বক্তারা জাতির পিতার আদর্শ বুকে লালন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়তে সকলকে যার যার অবস্থান থেকে কাজ করার আহ্বান জানান।

(একে/এএস/মার্চ ১৮, ২০২৩)