নওগাঁ প্রতিনিধি : মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করন করার দাবীতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নওগাঁয় মানববন্ধন করেছে এমপিওভুক্ত বেসরকারী শিক্ষক-কর্মচারী জাতীয়করন প্রত্যাশী মহাজোট পত্নীতলা উপজেলা শাখা। 

আজ শনিবার দুপুরে জেলার নজিপুর গোল চত্বরে ঘন্টাব্যাপী এ মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনটির পত্নীতলা উপজেলা শাখার সভাপতি সাইফুল ইসলাম। নজিপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক প্রনব দাস মিঠুর সঞ্চালনায় মানববন্ধনে উপজেলার বিভিন্ন বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রায় ৫শতাধিক শিক্ষক-কর্মচারী অংশগ্রহন করেন।

মানববন্ধনে এসময় অন্যান্যের মধ্যে মধইল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক তোফাজ্জল হোসেন, গাহন উচ্চ বিদ্যালয়ের সুলতান মাহমুদ, শিহারা উচ্চ বিদ্যালয়ের আসাদুজ্জামান, বামইল উচ্চ বিদ্যালয়ের শেখ সাদী, পুঁইয়া উচ্চ বিদ্যালয়ের জাহাঙ্গীর আলম প্রমূখ বক্তব্য রাখেন।

তারা বলেন, আমাদের যে বেতন তাতে দিন চারশো টাকা পরে, অথচ একজন শ্রমিক দিনে ৫০০ টাকা আয় করেন। সরকারী বিদ্যালয়ের শিক্ষক ও আমরা একই কাজ করি অথচ বেতনে অনেক বৈষম্য। বৈষম্য দূরীকরণ, শিক্ষকদের ন্যায্য দাবি মেনে নেয়া এবং সকল বেসরকারি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণের দাবি জানান তারা। আগামী ২০ মার্চের মধ্যে দাবি মেনে না নিলে বৃহৎ আন্দোলন গড়ে তেলার হুমকি দেন তারা।

(বিএস/এসপি/মার্চ ১৮, ২০২৩)