শাহ্ আলম শাহী, দিনাজপুর : দিনাজপুরে একসঙ্গে চারটি বাছুর দিয়েছে একটি গাভি। রবিবার (১৯ মার্চ) দুপুরে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার চন্ডিপুর ইউনিয়নের ডাড়ারপাড় গ্রামের এ ঘটনা ঘটে। গাভি পালক মো. রমজান আলী জানিয়েছেন, নিজ বাড়িতে ফ্রিজিয়ান জাতের গাভি পালন করেন তিনি।

গাভীটি চারটি বাছুর স্বাভাবিকভাবেই প্রসব করেছে। ব্যবসায় পাশাপাশি তিনি সখের বসে এই গাভী পালন করেন।স্বামী-স্ত্রী মিলে বাড়িতে ফ্রিজিয়ান জাতের পাঁচটি গাভি পালন করেন তারা। পেটে বাচ্চা আসার পর থেকে সেবাযত্ন কমতি ছিলনা গাভীটির।গাভীটির ৪ টি বাছুর প্রসব হওয়ায় তার পরিবরের সবাই খুশি। বাছুর চারটি ও গাভি সুস্থ আছে। গাভিটি কৃত্রিম প্রজনন করিয়েছিলেন।

স্থানীয় পশু চিকিৎসক মো. নুর আলম জানিয়েছেন, বাছুরগুলো ও গাভি পুরোপুরি সুস্থ রয়েছে। প্রয়োজনীয় ওষুধ ও সেবা যত্ন দেয়া হচ্ছে।

এদিকে একই গাভীর ৪ টি বাছুর জন্ম দেয়ার ঘটনা জেনে অনেকে ছুটে আসছেন রমজান আলীর বাড়িতে।

(এসএএস/এএস/মার্চ ২০, ২০২৩)