সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : বাগেরহাটের মোংলা উপজেলার বাশঁতলা এলাকায় জোর করে কৃষি জমি দখল করে মৎস্য ঘের (খামার) করার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছে ভুক্তভোগিরা। রবিবার সকালে মোংলা উপজেলা পরিষদের মূল ফটকে সামনে শতশত ভুক্তভোগি নারী পুরুষ প্রতিবাদ বিক্ষোভ ও মানববন্ধন করেন। মানববন্ধ শেষে মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে প্রশাবশালী আব্দুস সালামের বিরুদ্ধে অভিযোগ জমি দখল করে চিংড়ি ঘের করার অভিযোগ এনে স্মারকলিপি দেয় ভূক্তভোগি এলাকাবাসী।

মানববন্ধন চলাকালে বক্তারা অভিযোগ করেন, মোংলার সুন্দরবন ইউনিয়নে প্রশাবশালী আব্দুস সালাম বাশঁতলা এলাকায় কৃষকদের ১০০ একর জমি দখল করে মৎস্য ঘের করছেন। দীর্ঘদিন জমিতে চিংড়ি চাষ করলেও আব্দুস সালাম কৃষকদের কোন টাকা দিচ্ছেন না। জমির হারির টাকা চাইতে গেলে জমির মালিকদের নানা রকম ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছে বলেও অভিযোগ করেন তারা।

মোংলা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) দীপংকর দাশ বলেন, সুন্দরবন ইউনিয়নে আব্দুস সালামের বিরুদ্ধে কৃষকদের জমি দখল করে কোন হারির টাকা না দিয়ে মৎস্য ঘের করোর অভিযোগ পেয়েছি। দুই পক্ষকে ডেকে এ বিষয়ে সমাধান করা হবে।

(এসএসএ/এএস/মার্চ ২০, ২০২৩)