সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : মোংলা বন্দর কর্তৃপক্ষের প্রধান নিরাপত্তা কর্মকর্তার অপসারন দাবিতে অফিস কার্যলয় ঘোরাও এবং বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বন্দরের কর্মচারীরা। বন্দর কর্তৃপক্ষের এক কর্মচারীকে প্রকাশ্য হেনেস্তা করার প্রতিবাদে রবিবার দুপুরে বন্দর কর্তৃপক্ষের কর্মচারীদের সিবিএ সংগঠনের নেতৃত্বে বিভিন্ন দপ্তরে কর্মরত কর্মচারীরা প্রধান নিরাপত্তা কর্মকর্তার কার্যলয় ঘেরাও করেন। পরে তার বিক্ষোভ প্রদর্শন করেন। এ সময় কর্মবিরতিসহ অভ্যান্তরীন পরিবহন ও যান চলাচল বন্ধ রাখা হয়।

মোংলা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী সংঘের (সিবিএ) সাধারণ সম্পাদক খুরশীদ আলম পল্টু জানান, শুক্রবার দুপুরে বন্দরের প্রশাসনিক বিভাগে কর্মরত গাড়ির ড্রাইভার নুরুল ইসলাম টিটুকে তুচ্ছ ইস্যুতে প্রকাশ্য রাস্তায় গালিগালাজসহ হেনেস্তা করেন নিরাপত্তা কর্মকর্তা আব্দুল্লহ আল মেহেদী। আর এ ঘটনা জানাজানি হলে বন্দরে কর্মরত সাধারণ কর্মচারীদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়। মোংলা বন্দর কর্তৃপক্ষের প্রধান নিরাপত্তা কর্মকর্তার অপসারন দাবিতে অফিস কার্যলয় ঘোরাও করে ক্ষোভের প্রর্দশন করা হয়। নিরাপত্তা কর্মকর্তা কার্যালয় ঘেরাও শেষে বন্দরের প্রশাসনিক ভবনের সামনে পথসভায় বক্তব্য রাখেন, সিবিএ সভাপতি নাসির উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক কাজী খোরশেদ আলম পল্টু, সরোয়ার হোসেনসহ কর্মচারী নেতারা।

এসময়ে সিবিএ নেতারা অভিযোগ করেন, সাম্প্রতিক সময় মোংলা বন্দর এলাকায় ছিনতাই ও চুরি সহ অপরাধ প্রবনতা বেড়েছে। আর নিরাপত্তা কর্মকর্তার নজরদারী তদারকী না করে সরকারি অর্থ অপচয় ও বিলাশী জীবনযাপন করছে। এমনকি নানা সময় অন্যায়ভাবে কর্মচারীদের উপর জুলুম-নির্যাতন করছে। চলতি সপ্তাহের মধ্যে নিরাপত্তা কর্মকর্তার অপসারন না হলে কঠোর কর্মসূচি পালনের হুশিয়ার দেন সিবিএ নেতারা।

মোংলা বন্দরের প্রধান নিরাপত্তা কর্মকর্তা আব্দুল্লাহ আল মেহেদী বলেন, ‘ওই কর্মচারী টিটুকে ঠিকমত অফিস করার জন্য শুধু সতর্ক করেছি। আর কিছু নয়। তবে এনিয়ে অন্য কর্মারীরা অফিস ঘেরাও করেছে কিনা তা আমার জানা নেই’।

(এসএসএ/এএস/মার্চ ২০, ২০২৩)