ওয়াজেদুর রহমান কনক, নীলফামারী : শিক্ষা ক্ষেত্রে সরকারি ও বেসরকারি পর্যায়ে অনেক বৈষম্য রয়েছে। সকলের জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে, মেধাবীদের শিক্ষকতা পেশায় আকৃষ্ট করতে শিক্ষা ক্ষেত্রে এই বৈষম্য দূর করা প্রয়োজন।

মাধ্যমিক পর্যায়ে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের চাকুরী জাতীয়করণের দাবিতে নীলফামারীতে বাংলাদেশ শিক্ষক সমিতির মানববন্ধনে শিক্ষক নেতারা এসব কথা বলেছেন। আজ সোমবার বেলা সাড়ে ১১টায় শহরের চৌরঙ্গী মোড়ের স্বাধীনতা অম্লান চত্বরে শিক্ষকদের মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধন চলাকালীন উপস্থিত শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক সংগঠনটির সদর উপজেলা কমিটির সভাপতি উত্তম কুমার রায় বাদল, জেলা কমিটির এ বি এম শফিকুল ইসলাম, জেলা কমিটির সহ-সভাপতি মাতিয়ার রহমান, যুগ্ম সচিব দ্বিজেন্দ্র নাথ রায়, আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক হুমায়ূন কবির, সাংস্কৃতিক সম্পাদক ইয়াসমিন সুলতানা।

মানববন্ধন শেষে শিক্ষক নেতৃবৃন্দ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী কাছে স্মারকলিপি দিয়েছে।

(ওআরকে/এএস/মার্চ ২০, ২০২৩)