নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মান্দায় জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের মারধরে শ্বশুর ও পুত্রবধূ আহত হয়েছেন। আজ সোমবার সকালে উপজেলার ভালাইন ইউনিয়নের তুড়–কগ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, মোসলেম উদ্দিন সরদার (৮০) ও তাঁর পুত্রবধূ মাহফুজা বিবি (৩৫)। তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহত মোসলেম উদ্দিনের ছেলে আনিছুর রহমান বলেন, মাঠের ৬ শতক জমি নিয়ে কিছুদিন ধরে প্রতিবেশি আতাউর রহমানের সঙ্গে বিরোধ চলছিল। বিবাদমান জমিটি আমাদের দখলে আছে। সেখানে উন্নত জাতের ঘাস লাগানো ছিল। শনিবার জমির ঘাসগুলো নষ্ট করে দেন প্রতিপক্ষরা।’

ভুক্তভোগী আনিছুর রহমান অভিযোগ করে বলেন, সোমবার সকালে মাঠ থেকে বাড়ি ফেরার পথে বিরোধের জের ধরে তুড়–কগ্রাম মোড়ে বাবা মোসলেম উদ্দিনের ওপর হামলা চালিয়ে মারধর করেন আতাউর রহমান ও তাঁর লোকজন। এসময় আমার স্ত্রী মাহফুজা বেগম বাবা মোসলেম উদ্দিনকে বাঁচাতে এগিয়ে এলে তাঁকেও মারধর করা হয়।’

এ প্রসঙ্গে প্রতিপক্ষের আতাউর রহমান বলেন, ‘বিবাদমান জমিটির কাগজপত্র আমাদের অনুকুলে আছে। এর পরও দখল ছাড়ছেন না প্রতিপক্ষরা। এনিয়ে আদালতে মামলাও চলছে। মারধর প্রসঙ্গে তিনি বলেন, মারধর নয়, উভয়পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি হয়েছে।’

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর-এ আলম সিদ্দিকী বলেন, এ সংক্রান্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

(বিএস/এসপি/মার্চ ২০, ২০২৩)