নগরকান্দা প্রতিনিধি : জামিনে মুক্ত হলেন সাংবাদিক ও মানবাধিকার কর্মী আলী আকবর হোসেন। আজ সোমবার সকাল ১১ টায় ফরিদপুর জজ আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এক যুক্তি তর্ক উপস্থাপনার মাধ্য দিয়ে জামিনে মুক্তি পান তিনি। 

তিনি আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক পদে সুনামের সহিত কাজ করে আসছেন।

জামিনে মুক্তি পেয়ে আলী আকবর সাংবাদিকদের বলেন, ‘আমি সংবাদিকতা চালিয়ে যাব। দেশবাসী ও সাংবাদিক সমাজের কাছে আমি কৃতজ্ঞ।’

গত ১২ (জানুয়ারি)সোমবার বিকেলে ফরিদপুর শহরের অটো ও ব্যাটারী চালিত রিকশা থেকে অবৈধ অর্থ আত্মসাতের সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হন সাংবাদিক আলী আকবর হোসেন সহ একাধিক কর্মী। তার কাছে থাকা মোবাইল ফোন সহ জরুরী নথিপত্র ছিনিয়ে নিয়ে যায় ও মানসিক নির্যাতন করেন।

ওইদিন বিকেলেই আলী আকবর ও তার সহ কর্মীদের বিরুদ্ধে ফরিদপুর কোতয়ালী থানায় একটি মামলা করা হয়। দণ্ডবিধি ৪৪৮/১৮৬/ ৩৮৫/৫০৬ এর ধারায় মামলা করেন পৌর সভার লাইসেন্স পরিদর্শক ফরহাদ হোসেন বিশ্বাস।

(পিবি/এসপি/মার্চ ২০, ২০২৩)