বিশ্বজিৎ সিংহ রায়, মহম্মদপুর : মাগুরা সদর উপজেলার ছোট জোকা আলিম মাদ্রাসা চত্বরে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বুধবার বিকালে শেষ হয়েছে বার্ষিক ক্রীড়া  ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান  ও পুরস্কার বিতরণ। 

এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা এবং ছোট জোক আলিম মাদ্রাসার ৪ তলা ভিত বিশিষ্ট ৪ তলা একাডেমিক ভবনের শুভ উদ্বোধন, পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. শ্রী বীরেন শিকদার সংসদ সদস্য মাগুরা-২ সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী।

অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন আলমগীর কবীর জেলা শিক্ষা অফিসার মাগুরা, এম. এনামুল হক রাজা সভাপতি গভর্নিং বডি অত্র মাদ্রাসা ও চেয়ারম্যান ১১ নং- বেরইল পলিতা ইউনিয়ন পরিষদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মো. আব্দুর রহিম উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাগুরা, শাকিরুল ইসলাম খান চেয়ারম্যান রাজাপুর ইউনিয়ন পরিষদ, তৈয়েবুর রহমান তুরাপ চেয়ারম্যান নহাটা ইউনিয়ন পরিষদ, মো. নূর আলম সাধারণ সম্পাদক বেরইল পলিতা ইউনিয়ন আওয়ামী লীগ, অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মো. জুলফিকার আলী অধ্যক্ষ ভারপ্রাপ্ত ছোট জোকা আলিম মাদ্রাসা মাগুরা।

এ সময় আরো উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওঃ আহম্মদ উল্লাহ। সবশেষে অতিথিবৃন্দ বিজয়ী শিক্ষার্থী, শ্রেণীভিত্তিক মেধাবী দাখিল ও আলিম পরীক্ষায় জিপিএ- ৫ প্রাপ্ত ছাত্র-ছাত্রীদেরকে পুরস্কার প্রদান করেন। এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

(বিএসআর/এএস/মার্চ ২৩, ২০২৩)