বিপুল কুমার দাস, রাজৈর : মাদারীপুরের রাজৈরে উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল বুধবার সকাল ১১ টায় আসমত আলী খান অডিটোরিয়ামে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক গৃহহীন ও ভূমিহীন পরিবারকে চতুর্থ পর্যায়ে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে, আশ্রয়ন প্রকল্পের আওতায় চতুর্থ পর্যায়ে ৬০টি গৃহহীন ও ভূমিহীন পরিবারকে ৬০টি ঘর ও জমি হস্তান্তর করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে মাদারীপুর জেলা প্রশাসক ডঃ রহিমা খাতুন এর সভাপতিত্বে,স্বগত বক্তব্য রাখেন, রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আনিসুজ্জামান,

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সমাদারীপুর -২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রেজাউল করিম শাহীন চৌধুরী, রাজৈর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেখ ফজলুল হক বাবুল, রাজৈর উপজেলা আওয়ামী লীগের আহবায়ক সাহাবুদ্দিন সাহা, স্থানীয় সংসদ প্রতিনিধি আফম ফুয়াদ, জেলা পরিষদের সাবেক সদস্য নুরজাহান পারুল।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা বৃন্দ, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি বৃন্দ সাংবাদিক বৃন্দ, স্থানীয় নেতা- কর্মী সহ অসংখ্য দর্শক।

পরিশেষে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সমাদারীপুর জেলা প্রশাসক, রাজৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান, রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা ৬০ টি গৃহহীন ও ভূমিহীন পরিবারকে ৬০ টি ঘর ও জমি হস্তান্তর করেন।

(বিডি/এসপি/মার্চ ২৩, ২০২৩)