রবিউল ইসলাম, গাইবান্ধা : পলাশবাড়ীর বরিশাল ইউনিয়নের রামপুর গ্রামে আশ্রয়ণ প্রকল্পের কাজ ও সরকারি খাস জমি পরিদর্শন করেন ৩১, গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনের জাতীয় সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষকলীগ সাধারণ সম্পাদক এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি। ২৩ মার্চ দুপুরে বরিশাল ইউনিয়নের রামপুর আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণ কাজ ও অবৈধ দখলদারের কাছ থেকে উদ্ধারকৃত সরকারি খাস জমি সরেজমিনে পরিদর্শন শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়েজ উদ্দীন, অত্র ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম। এসময় ইউপি সদস্য সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এর আগে উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামানের সভাপতিত্বে উপজেলা কৃষি অধিদপ্তর পলাশবাড়ীর আয়োজনে কৃষকদের মাঝে বিনামূল্যে ৫ কেজি আউশ ধানের বীজ, ১ কেজি পাট বীজ ও ২০ কেজি করে সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদ সদস্য। উপজেলা জুড়ে ২ হাজার ১’শ ৫০ জন কৃষকের মাঝে এ কৃষি প্রণোদনা সহায়তা পাবে। প্রধান অতিথি বর্তমান সরকারের কৃষি খাতে যে অবদান রেখেছেন তার নানাদিক সুফল তুলে ধরে বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা ফাতেমা কাউছার মিশু।

এসময় উপস্থিত ছিলেন পলাশবাড়ী পৌর মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লব, উপজেলা কৃষকলীগ সভাপতি মোহাব্বতজান চৌধুরী, সাধারণ সম্পাদক পাপুল সরকার প্রমূখ।

(আর/এসপি/মার্চ ২৩, ২০২৩)