স্টাফ রিপোর্টার, গাজীপুর : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে তথ্য অধিকার আইন ও বিধিবিধান সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক অবহিতকরণ সভা আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়েছে। 

ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) এর আয়োজনে এবং পরিচালক (আইকিউএসি) প্রফেসর ড. মোঃ আবিয়ার রহমানের সভাপতিত্বে অবহিতকরণ সভায় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ গিয়াসউদ্দীন মিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদ ও এপিএ বাস্তবায়ন টিমের সভাপতি ও পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) প্রফেসর ড. মোঃ ময়নুল হক।

সভায় তথ্য অধিকার পরিকল্পনা বাস্তবায়ন কমিটির আহবায়ক ও পরিচালক (গবেষণা) প্রফেসর ড. এ. কে. এম. আমিনুল ইসলাম স্বাগত বক্তব্য প্রদান করেন। তথ্য অধিকার আইন ও বিধিবিধান সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অবহিতকরণ সভায় বিষয় ভিত্তিক আলোচনা করেন বিশ্ববিদ্যালয়ের তথ্য অধিকার কর্মকর্তা ও উপরেজিস্ট্রার (জনসংযোগ) কৃষিবিদ মোঃ মজনু মিয়া।

অবহিতকরণ সভার পূর্বে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ গিয়াসউদ্দীন মিয়ার নেতৃত্বে ছাত্র-ছাত্রী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহন জনসচেতনতামূলক একটি র‌্যালী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে। অবহিতকরণ সভায় কৃষি অনুষদের প্রথম বর্ষের ছাত্র-ছাত্রীগণ অংশ গ্রহণ করেন।

(এস/এসপি/মার্চ ২৩, ২০২৩)