স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ, কেশবপুর : রমজান মাস শুরু এদিকে বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম চড়া। তাই স্বাভাবিক ভাবেই মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত মানুষদের ভোগান্তি বেড়েছে বহুগুণে। একদিকে নেই পর্যাপ্ত আয় অন্য দিকে সীমাহীন ব্যয় বহন করার সমার্থ নেই আমাদের সমাজের দিন মজুর খেঁটে খাওয়া মানুষদের। তাদের কথা চিন্তা করে যশোরে শিক্ষার্থীরা স্বেচ্ছায় ঠকে ভিন্নধর্মী লসের বাজার চালু করেছে। বৃহস্পতিবার সকালে যশোরের খড়কিতে আইডিয়া পিঠা পার্কে ভিন্নধর্মী এই আয়োজন করে আইডিয়া সমাজ কল্যাণ সংস্থা। আইডিয়া-সানাবিল লস প্রজেক্ট পুরো রমজান মাসব্যাপী ৯টি নিত্যপ্রয়োজনীয় পণ্য বর্তমান বাজার মূল্যের প্রায় অর্ধেক দামে মানুষের কাছে বিক্রি করবে। তবে এটি সবার কাছে বিক্রি করা হবে না। শহরের ৫ নম্বর ওয়ার্ড খড়কিতে বিশেষ জরিপের মাধ্যমে ৫৩৭ টি পরিবারের মাঝে কার্ড বিতরণ করা হয়েছে। প্রকৃতপক্ষে যারা এই উপকার ভোগীর আওতায় আসে তাদেরকে চিহ্নিত করে এই কার্ড বিতরণ করা হয়েছে। কার্ডধারী পরিবার সপ্তাহে একবার করে মোট চারবার এখান থেকে স্বল্পমূল্যে  বাজার করার সুযোগ পাবে। এই বাজার থেকে প্রতিটি কার্ডধারী পরিবার ২৫ টাকা কেজি দরে ৫ কেজি চাউল, ১০ টাকা কেজি দরে ২ কেজি আলু, বাকি ৭ টি পণ্য ১ কেজি করে ডাল ৪০ টাকা, চিনি ৪৫ টাকা, তেল ১২০ টাকা (লিটার), পেঁয়াজ ২০ টাকা, ছোলা ৬০ টাকা, চিড়া ২০ টাকা, খেজুর ১০০ টাকা দরে ক্রয় করতে পারবেন।

আইডিয়া সমাজকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সরকারি মাইকেল মধুসূদন কলেজ সমাজবিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক হামিদুল হক বলেন, 'মধ্যবিত্ত দান চায় না, ত্রাণ চায় না, চায় পরিত্রাণ। আমাদের সাধ্যের মধ্যে আমরা সেই চেষ্টাই করছি। আমরা কিছু মানুষ যোগ হলেই সম্ভব বহু মানুষের পরিত্রাণ এর ব্যবস্থা করা। আমার শিক্ষার্থীদের শেখাতে চাচ্ছি সকল লস আসলে লস নয়, মানব সেবায় লস বরং লাভ এরই নামান্তর। গত বছর লস প্রজেক্ট এর মাধ্যমে সেই তৃপ্তির স্বাদ আমার শিক্ষার্থীরা পেয়েছে। এ বছরও তাই এই ক্ষুদ্র প্রচেষ্টা।'

তিনি আরও বলেন,'এটি আমাদের অত্যন্ত ক্ষুদ্র একটি প্রচেষ্টা যেন সমাজের সকলের সামনে এই এলাকা মডেল হয়। আমাদের ক্ষুদ্র প্রচেষ্টায় যদি ৫৩৭ টি পরিবার স্বস্তি পায়, তাহলে আরো নানান এলাকায় সংঘবদ্ধ ভাবে এই চেষ্টা আরো মানুষকে মুক্তি দিতে পারবে। রমজানে বহু অসাধু ব্যবসায়ীরা পণ্যের দাম বাড়িয়ে মধ্যবিত্তের যে দুঃশ্চিন্তার কারণ হয়, তার জবাব স্বরুপই তরুণ স্বেচ্ছাসেবীদের এই আয়োজন।'

আইডিয়া লস প্রজেক্টের সমন্বয়ক হারুন আর রশিদ জানায়, ' আইডিয়ার স্বেচ্ছাসেবকরা মাসব্যাপী যশোরের ৫ নম্বর ওয়ার্ড খড়কীতে জরিপ করে মধ্যবিত্ত ৫৩৭ টি পরিবারকে এই প্রজেক্ট এর আওতায় নিয়ে আসে এবং তাদের মধ্যে কার্ড বিলি করে। এর মধ্যেই অন্যান্য ওয়ার্ড থেকে যেসকল মধ্যবিত্ত এসেছিলেন তাদের যথাসাধ্য চেষ্টা করা হয়েছে ফিরিয়ে না দেওয়ার। এখন তারা মাসব্যাপী এই বাজার করতে পারবে। সত্যিই এই অনুভূতি অভূতপূর্ব।'

উল্লেখ্য লস প্রজেক্টের এই বাজার চোখে পড়ার মত ছিলো। বাজার করতে এসে ক্রেতারা উপহার পেয়েছেন ভালোবাসার প্রতীক লাল গোলাপ, ঠান্ডা পানির শরবত, খেজুর আর লস প্রজেক্টের বন্ধুদের অাপ্যায়ন যেন সত্যিই প্রশংসার দাবিদার।

মধ্যবিত্ত আবু হাসান মাত্র ৫৫০ টাকা দিয়ে ৯ টি নিত্যপ্রয়োজনীয় পন্য ক্রয় করতে পেরে ভীষণ খুশি। তার অনুভূতি জানতে চাওয়ায় তিনি বলেন, ' রমজানে বাজার কীভাবে করবো এই চিন্তায় নাভিশ্বাস উঠছিলো। অবিশ্বাস্য ভাবে এই বাজারের সুযোগ পেয়ে সত্যিই আমি অনেক খুশি। আমাদের সাধ্যের নাগালে সব পণ্যের দাম। এটুকু নিশ্চিত এই মাস আমাদের খাওয়ার চিন্তা থাকলো না।'

গত রমজান থেকে শুরু হওয়া আইডিয়া সমাজকল্যার সংস্থার অভিনব এই বাজার ইতিমধ্যে দেশব্যাপী ছড়িয়ে পড়েছে। যা মানুষকে সামাজিক দায়বদ্ধতা থেকে অর্তমানবতার সেবায় কাজ করার জন্য অনুপ্রাণিত করছে।

(এসএ/এসপি/মার্চ ২৩, ২০২৩)