কাজী হাসান ফিরোজ, বোয়ালমারী : ফরিদপুরের বোয়ালমারীতে সৈয়দ তমাল স্পোর্টিং ক্লাব ১৬ দলীয় ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এতে চ্যাম্পিয়ন হয়েছে বোয়ালমারী সুপার স্টার একাদশ। বৃহস্পতিবার (২৩ মার্চ) সকালে ক্লাবটি কর্তৃক বোয়ালমারী সরকারি কলেজ খেলার মাঠে এ টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়।

ফাইনালে বিজিএ ব্যাচ-২৪ একাদশকে ৩ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বোয়ালমারী সুপার স্টার একাদশ।
টস-এ জিতে সুপার স্টার একাদশ বিজিএ ব্যাচ-২৪ একাদশকে ব্যাটিং করার আমন্ত্রণ জানায়। নির্ধারিত ২০ ওভার খেলে সবকটি উইকেট হারিয়ে বিজিএ একাদশ ১৪৬ রান সংগ্রহ করে। জবাবে নির্ধারিত ওভার শেষ হওয়ার আগেই ৩ উইকেট হাতে রেখে জয়ের লক্ষ্যমাত্রা টপকিয়ে ১৪৭ রান করে চ্যাম্পিয়ন হয় সুপার স্টার একাদশ।
ফাইনাল খেলায় ম্যান অব দ্যা ম্যাচ হয়েছেন সাকিব।

টি-২০ ফর্মটে অনুষ্ঠিত এ খেলায় উপজেলার ১৬টি দল অংশগ্রহণ করে। খেলা শেষে চ্যাম্পিয়ন, রানার্স আপ দলসহ অংশগ্রহণকারী দলের হাতে পুরস্কার তুলে দেন বোয়ালমারী পৌর মেয়র সেলিম রেজা লিপন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বোয়ালমারী উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মোর্তুজা তমাল, সহ সভাপতি তুরাণ মাহমুদ সাদ্দাম, মলয় ভৌমিক, সাব্বির মাহমুদ প্রিন্স,জনি কৌশিক, ময়িদ প্রমুখ।

সকালে ফাইনাল খেলার উদ্বোধন করেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মো. শাহজাহান মীরদাহ পিকুল, এ সময় তার সাথে ছিলেন বোয়ালমারী পৌরসভার প্যানেল মেয়র মো. মোমিন খান, কাউন্সিলর মো. মিনাজুর রহমান লিপন, কাউন্সিলর শেখ আজিজুল হক, সংরক্ষিত মহিলা কাউন্সিলর মোসা. হেনা বেগম, কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের বাংলা প্রভাষক জাহিদুল হক পল্লব প্রমুখ।

(কেএফ/এসপি/মার্চ ২৩, ২০২৩)