ওয়াজেদুর রহমান কনক, নীলফামারী : ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাত্রীর স্মরণে ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে জেলা প্রশাসন। ১ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত সুবিধাজনক সময়ে স্কুল/কলেজ/কারিগরিসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে সমাজের বিশিষ্ঠ ব্যাক্তি ও বীর মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে ২৫ মার্চের গণহত্যা ও ঐতিহাসিক মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণ ও আলোচনাসভা অনুষ্ঠিত হচ্ছে। 

স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠান বীর মুক্তিযোদ্ধাদের সম্পৃক্ত করে এই অনুষ্ঠান বাস্তবায়ন করছে। ২৫ মার্চ সকাল সাড়ে ৯টায় নীলফামারী সরকারী কলেজ বধ্যভূমিতে পুস্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শহীদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করবে। সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমিতে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনাসভা ও গীতিন্যাট্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। দুপুর ১২টায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ, হালির বাজার ও পঞ্চপুকুর বাজারে গণহত্যার ওপর দুর্লভ আলোকচিত্র ও প্রামান্যচিত্র প্রদর্শিত হবে। জোহর নামাজরে পর সকল উপাসনালয়ে ২৫ মার্চের নিহতদের স্মরণে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে। ২৫ মার্চ রাত সাড়ে ১০টা থেকে ১০টা ৩১ মিনিট পর্যন্ত ১ মিনিটের প্রতীকী ব্লাক আউট অনুষ্ঠিত হবে।

(ওকে/এসপি/মার্চ ২৪, ২০২৩)