স্পোর্টস ডেস্ক : রীতিমতো দুর্ভেদ্য দুর্গ বাংলাদেশের। নিজেদের ডেরায় ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ যে কত শক্ত প্রতিপক্ষ, হাড়ে হাড়ে টের পেয়েছে ভারত-দক্ষিণ আফ্রিকার মতো বড় দলগুলোও। শেষ ৮ বছরে ঘরের মাঠে ইংল্যান্ড ছাড়া আর কারও কাছে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ হারেনি টাইগাররা।

২০১৫ সাল থেকে একমাত্র ইংল্যান্ডই দুইবার বাংলাদেশ সফরে ওয়ানডে সিরিজ জিতেছে। নিজেদের দেশে বাকি ১৪টি দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজই জিতেছে টাইগাররা। যার সর্বশেষটি এলো আয়ারল্যান্ডের বিপক্ষে।

২০১৫ ওয়ানডে বিশ্বকাপের আগে জিম্বাবুয়েকে ঘরের মাঠে ৫-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ। সেই শুরু। তারপর থেকে নিজেদের ডেরায় পাকিস্তানের বিপক্ষে, ভারতের বিপক্ষে ২টি, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১টি, জিম্বাবুয়ের বিপক্ষে আরও ৩টি, আফগানিস্তানের বিপক্ষে ২টি, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২টি এবং শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডের বিপক্ষে ১টি করে ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ।

ইংল্যান্ড ছাড়া শেষবার বাংলাদেশ ঘরের মাঠে কোনো দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ হেরেছিল ভারতের কাছে। ২০১৪ সালে ভারতের কাছে ৩ ম্যাচের সিরিজ ০-২ ব্যবধানে হেরে বসে তারা।

২০১৫ সাল থেকে ঘরের মাঠে ওয়ানডে সিরিজে বাংলাদেশের পারফরম্যান্স

১. জিম্বাবুয়েকে হারায় ৫-০ ব্যবধানে
২. পাকিস্তানকে হারায় ৩-০ ব্যবধানে
৩. ভারতকে হারায় ২-১ ব্যবধানে
৪. দক্ষিণ আফ্রিকাকে হারায় ২-১ ব্যবধানে
৫. জিম্বাবুয়েকে হারায় ৩-০ ব্যবধানে
৬. আফগানিস্তানকে হারায় ২-১ ব্যবধানে
৭. ইংল্যান্ডের কাছে হেরে যায় ১-২ ব্যবধানে
৮. জিম্বাবুয়েকে হারায় ৩-০ ব্যবধানে।
৯. ওয়েস্ট ইন্ডিজকে হারায় ২-১ ব্যবধানে
১০. জিম্বাবুয়েকে হারায় ৩-০ ব্যবধানে
১১. ওয়েস্ট ইন্ডিজকে হারায় ৩-০ ব্যবধানে
১২. শ্রীলঙ্কাকে হারায় ২-১ ব্যবধানে
১৩. আফগানিস্তানকে হারায় ২-১ ব্যবধানে
১৪. ভারতকে হারায় ২-১ ব্যবধানে
১৫. ইংল্যান্ডের কাছে হেরে যায় ১-২ ব্যবধানে
১৬. আয়ারল্যান্ডকে হারায় ২-০ ব্যবধানে।

(ওএস/এসপি/মার্চ ২৪, ২০২৩)