শাহ্ আলম শাহী, দিনাজপুর : দিনাজপুরে পবিত্র মাহে রমজানে পণ্যের মুল্যতালিকা দৃশ্যমান না রাখায় এবং অবৈধ উত্তেজক পানীয় বিক্রয় করার দায়ে তিনটি মুদিখানা দোকানে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর।

আজ শুক্রবার সকালে শহরের পুরাতন বাহাদুর বাজার ও পুলহাটে দিনাজপুর ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক মমতাজ রুনী এ অভিযান পরিচালনা করেন। এ সময় মাহে রমজানে পণ্যের মুল্যতালিকা দৃশ্যমান না রাখায় এবং অবৈধ উত্তেজক পানীয় বিক্রয় করার দায়ে পুরাতন বাহাদুর বাজারের সেতু স্টোর, মাইশা ট্রেডার্স ও বাবু স্টোরের কর্তৃপক্ষকে মোট ১৫হাজার টাকা জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর।

মাহে রমজানকে কেন্দ্র করে অসাধু ব্যাবসায়ীদের তৎপরতা বন্ধে ভোক্তা অধিকার রক্ষায় রেগুলার বাজার মনিটরিং এর আওতায় এ অভিযান পরিচালনা করা হয়।

(এস/এসপি/মার্চ ২৪, ২০২৩)