বাগেরহাটে দুই ট্রাকে মুখোমুখি সংঘর্ষে চালক নিহত
.jpg)
সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : বাগেরহাট-ঢাকা মহাসড়কে ফকিরহাটের শটের বটতলা এলাকায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সুমন (৩২) নামে এক ট্রাক ড্রাইভার নিহত হয়েছে।
আজ শুক্রবার দুপুর দেড়টার দিকে এই দূর্ঘটনার পর প্রায় আধাঘন্টা মহাসড়কে যান চলচলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে বাগেরহাট ও ফকিরহাট ফায়াার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌছে নিহতের মরদেহ উদ্ধার ও ট্রক দুটি সরিয়ে নিলে মহসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। নিহত ট্রাক ড্রাইভার সুমন কুমিল্লার মোকলেসুর রহমনের ছেলে।
বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেরের প্রধান পুলিশ পরির্দশক এস এম আশরাপুল আলম জানান, বাগেরহাট-ঢাকা মহাসড়কে ফকিরহাটের শটের বটতলা নামক স্থানে শুক্রবার দুপুর দেড়টার দিকে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে বিপরিদ দিক থেকে আসা মোংলাগামী ট্রাকের মধ্যে মুখোমুখি সংর্ঘষের ঘটনা ঘটে। এতে মোংলাগামী ট্রাকটির চালক সুমন ঘটনাস্থলেই নিহত হয়। খবর পেয়ে বাগেরহাট ও ফকিরহাট ফায়াার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌছে ট্রাক দুটি সরিয়ে নিলে প্রায় আধাঘন্টা পর মহসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। ট্রাক চালকের লাশ উদ্ধার করে থানায় পাঠানো হয়। পুলিশ হেফাজতে নেয়া হয় দূর্ঘটনার শিকার ট্রাক দুটি।
(এস/এসপি/মার্চ ২৪, ২০২৩)