বিশেষ প্রতিনিধি, মাদারীপুর : ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের বড়মেহের নামক স্থানে শনিবার দুপুরে সড়ক দুর্ঘটনায় অটোবাইক চালক ইয়াদ হোসেন  (৩৫) মারা গেছেন। এই ঘটনায় আহত হয়েছে আরো দুইজন।

নিহত ইয়াদ হোসেন খান মাদারীপুর সদর উপজেলার ঝিকরহাটি গ্রামের ইলিয়াস খানের ছেলে।

হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের মস্তফাপুর থেকে দুইজন যাত্রী নিয়ে অটোবাইকটি একই উপজেলার তাতিবাড়ি যাচ্ছিল। এসময় শ্যামলী পরিবহণের একটি যাত্রীবাহি বাস ঢাকা থেকে বরিশালে যাবার পথে পিছন থেকে অটোবাইককে ধাক্কা দেয়। এসময় অটোবাইকটি উল্টে যায়। এতে অটোবাইক চালক ইয়াদ হোসেন খানকে গুরুতর অবস্থায় স্থানীয়রা মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

এই ঘটনা ২ যাত্রী আহত হয়। আহত আবুল কাসেম মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি আছেন। অপরজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

মাদারীপুর মস্তফাপুর হাইওয়ের পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. গোলাম রসুল ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন।


(এএসএ/এএস/মার্চ ২৫, ২০২৩)