আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : ২৫ মার্চ গণহত্যা দিবসের প্রথম প্রহরে বরিশালের সর্ববৃহত গণকবর গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের হরহর গ্রামের মরার ভিটার অরক্ষিত বধ্যভূমিতে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

আজ শনিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে মুক্তিযুদ্ধের সময় পাক সেনাদের বুলেটে নিহত ১৩৫ শহীদদের স্মৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা, পুলিশ সদস্য, স্থানীয় ইউনিয়ন পরিষদ, শহীদ পরিবারের সদস্য ও সর্বস্তরের জনতা।

পরে উপজেলা পরিষদের সভাকক্ষে গণহত্যা দিবসের আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এসএম আল বেরুনী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহসান হাবীব, খাদ্য কর্মকর্তা অশোক কুমার, ওসি মোঃ আফজাল হোসেন প্রমূখ।

(টিবি/এসপি/মার্চ ২৫, ২০২৩)