শ্যামনগরে মাছের ঘেরে বেল্লালের মৃত্যু, গ্রেপ্তার ১

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজাননগরে আব্দুল মজিদের মাছের ঘেরে বেল্লাল হোসেন নামে এক ব্যক্তির লাশ উদ্ধারের ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।
আজ শনিবার মৃতের স্ত্রী আকলিমা খাতুন বাদি হয়ে কারো নাম উল্লেখ না করে এ মামলা দায়ের করেন। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতের নাম হরিপদ বাছাড়(৫৫)। তিনি শ্যামনগর উপজেলার রমজাননগর গ্রামের ইন্দ্রজিৎ বাছাড়ের ছেলে।
মৃত বেল্লাল হোসেন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজাননগর দক্ষিণ পাড়ার মৃত আব্দুস সাত্তার গাজীর ছেলে।
রমজাননগর গ্রামের আকলিমা খাতুন জানান, বৃহস্পতিবার সন্ধ্যার পর তার স্বামী বেল্লাল হোসেন বাড়ি থেকে চলে যায়। শুক্রবার সকালে মোবাইল ফোনে খবর পান যে বেল্লালের লাশ আব্দুল মজিদের ঘেরের পানির মধ্যে পড়ে আছে। তিনি অভিযোগ করে বলেন, দুদিন আগে তার স্বামীর সঙ্গে একই গ্রামের হরিপদ বাছাড়ের বিরোধ ছিল।
তবে স্থানীয়রা জানান, বেল্লালের বিরুদ্ধে রাতের আঁধারে অন্যের ঘেরে মাছ চুরির অভিযোগ দীর্ঘ দিনের। মাছ চুরি করতে যেয়ে সে ধরাও পড়েছে কয়েকবার। ধারণা করা হচ্ছে মাছ চুরি করতে যেয়ে পানিতে পড়ে যেয়ে তার মৃত্যু হয়েছে।
শ্যামনগর থানার উপপপরিদর্শক সেলিম রেজা বলেন, বেল্লালের মৃত্যুর ঘটনায় তার স্ত্রী বাদি হয়ে কারো নাম উল্লেখ না করে শনিবার থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। সন্দিগ্ধ আসামী হিসেবে হরিপদ বাছাড়কে গ্রেপ্তার করে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
(আরকে/এসপি/মার্চ ২৫, ২০২৩)