কেন্দুয়া প্রতিনিধি : ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দুই শহীদ বীর মুক্তিযোদ্ধার কবরে ও তিন বধ্যভূমিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানালো কেন্দুয়া উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা কাবেরী জালালের নেতৃত্বে বলাইশিমুল ইউনিয়নের কচন্দারা গ্রামের শহীদ বীর মুক্তিযোদ্ধা মুখলেছুর রহমানের কবরে সকালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ নরুল ইসলাম, ওসি মোঃ আলী হোসেন পিপিএম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মোঃ বজলুর রহমান ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক সমরেন্দ্র বিশ্বশর্মা সহ অন্যান্য সুধিবৃন্দ।

অপর দিকে সহকারি কমিশনার (ভূমি) মো. রাজিব হোসেনের নেতৃত্বে সাইডুলি নদীর তীরে শহীদ বীর মুক্তিযোদ্ধা মুখলেছুজ্জামান খান পাঠানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় উপজেলা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল কুদ্দুস লালচান সহ অন্যান্য সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়া ধুপাগাতি বধ্যভূমির চিরঞ্জীব স্মৃতিফলকে শ্রদ্ধা নিবেদন করেন, মোহাম্মদ আজহারুল আলম, ঘুড়াইল বধ্যভূমির চিরঞ্জীব স্মৃতিফলকে উপজেলা প্রকৌশলী মোঃ মোয়াজ্জেম হোসেন ও উপজেলা ভূমি অফিস সংলগ্ন বধ্যভূমির চিরঞ্জীব স্মৃতিফলকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন, উপজেলা কৃষি কর্মকর্তা এ.কে.এম শাহজাহান কবির।

(এসবি/এসপি/মার্চ ২৫, ২০২৩)