নীলফামারী প্রতিনিধি : বর্তমান নির্বাচন কমিশন ‘অথর্ব’ মন্তব্য করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, এ কমিশন বাতিল করে এমন কমিশন গঠন করতে হবে, যারা সবার কাছে গ্রহণযোগ্য হবে। তারা নিরপেক্ষ নির্বাচন পরিচালনা করবে।

তিনি বলেন, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করতে হয়। সোজা কথায় নিরপেক্ষ নির্বাচন না হলে আঙুল বাঁকা করতে হবে।

নীলফামারীতে ২০ দলীয় জোটের সমাবেশে বৃহস্পতিবার বিকেল সোয়া চারটায় তিনি এসব কথা বলেন।

খালদা বলেন, নির্বাচন কমিশন অথর্ব। এ কমিশনকে দিয়ে কোনো নির্বাচন সম্ভব নয়। এ কমিশন বাতিল করে সবার কাছে গ্রহণযোগ্য কমিশন গঠন করতে হবে, যারা নিরপেক্ষভাবে নির্বাচন পরিচালনা করবে। পুলিশ প্রশাসনকেও নিরপেক্ষ না হলে কোনো দিন ভোটের অধিকার ফিরে পাবে না জনগণ।

তিনি বলেন, গণতান্ত্রিক সরকার নাই বর্তমানে। তারা অবৈধ। এরা নির্বাচিত সরকার নয়। নির্বাচিত সরকার ছাড়া দেশ পরিচালনা করার অধিকার তাদের নেই। অবিলম্বে নির্বাচন দিতে হবে।

‘আন্দোলনের জন্য প্রস্তুত থাকতে হবে’

(ওএস/এএস/অক্টোবর ২৩, ২০১৪)