শাহ্ আলম শাহী, দিনাজপুর : নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, প্রকৃত অর্থে ২৬ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। অন্যকেউ নন। আর বঙ্গবন্ধু নেতৃত্বেই ৯ মাস মুক্তিযুদ্ধের মধ্যদিয়ে  ১৬ ডিসেম্বর দেশ স্বাধীন হয়েছে। বাংলাদেশ বিজয় লাভ করেছে। 

আজ শনিবার সকালে দিনাজপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসনের আয়োজনে ২৫মার্চ গণহত্যা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দিনাজপুর জেলা প্রসাসক খালেদ মোহাম্মদ জাকী'র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফুজ্জামান মিতা বক্তব্য রাখেন।

নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলার মানুষের অধিকার এবং মুক্তির জন্য আন্দোলন করেছেন।। ১৯৭২ সালে দেশে স্বাধীন হওয়ার পরে একদিনের জন্যও মানুষ চোখামিয়ার মুখ দেখেনি কেউ। যেদিনকে বঙ্গবন্ধু হত্যা করা হয়, সেদিন লুঙ্গি পড়ে চৌরাস্তায় এসে বলেছিলেন বাংলাদেশ জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ, তাদের কাছে এখন আমাদের মানবাধিকারের কথা শুনতে হয়।

(এস/এসপি/মার্চ ২৫, ২০২৩)