রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরে নানা কর্মসূচিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করেছে সরকারি আশেক মাহমুদ কলেজ।

রবিবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। সকাল দশটায় কলেজ প্রাঙ্গণে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. হারুন অর রশিদ।

পুষ্পার্ঘ্য অর্পণে বিশেষ অতিথি হিসেবে উপাধ্যক্ষ প্রফেসর খেলনা রানী দেব, শিক্ষক সংসদের সম্পাদক শাকের আহম্মদ চৌধুরীসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, বিভিন্ন বিভাগের শিক্ষকমণ্ডলী, বাংলাদেশ ছাত্রলীগ কলেজ শাখার নেতৃবৃন্দ, বিএনসিসি, রেড ক্রিসেন্ট, রোভার স্কাউট, গার্লস গাইডের সদস্যবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন।

এছাড়া ৫ বিএনসিসি ব্যাটালিয়নের সি কোম্পানি কমান্ডার ২/লে. প্রফেসর মো. আব্দুল হাই আলহাদীর তত্ত্বাবধানে বিএনসিসির একদল চৌকষ ক্যাডেট প্রধান অতিথিকে গার্ড অব অনার প্রদান করেন। সিইউও দীপ ও সিইউও মিরাজ এ গার্ডে নেতৃত্ব দেন। এসময় এক্স সিইউও মোশারফ হোসেন ও রাফিউল ইসলাম জাকির উপস্থিত ছিলেন।

পরবর্তীতে শিক্ষক মিলনায়তনে শিক্ষক সংসদের সম্পাদক শাকের আহম্মদ চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ প্রফেসর মো. হারুন অর রশিদ, বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর খেলনা রানী দেব।

সভায় মুক্তিযুদ্ধের গল্প বলেন বীর মুক্তিযোদ্ধা মো. সফিকুল ইসলাম আকন্দ, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর এ, কে, এম ফজলুল হক প্রমুখ। বাদ জোহর কলেজ মসজিদে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মিলাদ ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

(আরআর/এএস/মার্চ ২৬, ২০২৩)