দিলীপ চন্দ, ফরিদপুর : ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় শোক দিবস উপলক্ষে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়। এ উপলক্ষে আজ রবিবার সকাল ৭টা ৩১ মিনিটে হান স্বাধীনতা দিবস ও জাতীয় শোক দিবস উপলক্ষে গোয়ালচামট মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মৃতি ফলকে শ্রদ্ধাঞ্জলি কর্মসূচি পালিত হয়।

এতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন জনাব,কামরুল আহসান তালুকদার পিপিএ, জেলা প্রশাসক ফরিদপুর। জনাব, মোঃ শাহজাহান (পিপিএম) সেবা।পুলিশ সুপার ফরিদপুর। জনাব মোহাম্মদ ইমদাদ হোসাইন অতিঃ পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ফরিদপুর, নৌ পুলিশ ফরিদপুর অঞ্চল ফরিদপুর। পুলিশ সুপার হাইওয়ে পুলিশ মাদারীপুর রিজিয়ন। র‌্যাব- ৮ ফরিদপুর। চেয়ারম্যান, জেলা পরিষদ, ফরিদপুর জেলা আওয়ামীলীগ মুক্তিযোদ্ধা সংসদ, ফরিদপুর ফরিদপুর প্রেসক্লাব, ফরিদপুর উপজেলা পরিষদ ফরিদপুর, পৌরসভা ফরিদপুর মহিলা আওয়ামী লীগ, যুবলীগ শ্রমিক লীগ স্বেচ্ছাসেবক লীগ কৃষক লীগ,. ছাত্রলীগজেলা কারাগার, পানি উন্নয়ন বোর্ড ফরিদপুর। ঈশান বালিকা উচ্চ বিদ্যালয়। সরকারি ইয়াসিন কলেজ। সরকারি রাজেন্দ্র কলেজ, ফরিদপুর। ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন কলেজ, ডাক বিভাগ, ফরিদপুরসিটি কলেজ, ফরিদপুর। সড়ক ও জনপদ অধিদপ্তর, ফরিদপুর। বাংলাদেশ ডাক বিভাগ, ফরিদপুর। ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউট, টেলিকম বিভাগ, ফরিদপুর। মৎস্য অধিদপ্তর, ফরিদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিস, ফরিদপুর বিআরটিএ ফরিদপুর।

বিভাগীয় বন কর্মকর্তা, আবাহনি ক্রীড়া চক্র, ফরিদপুর ডায়াবেটিক সমিতি, ফরিদপুর জেলা ক্রীড়া সংস্থা, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, নির্মাণ শ্রমিক ইউনিয়ন, সরকারি ইয়াসিন কলেজ সামাজিক বন বিভাগ, ফরিদপুর, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ফরিদপুর মহানগর বিএনপি, জেলা ছাত্রদল ফরিদপুর , এছাড়া বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান এতে আরো শ্রদ্ধা নিবেদন করে।এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলো।

(ডিসি/এসপি/মার্চ ২৬, ২০২৩)