দীপক চন্দ্র পাল, ধামরাই : ধামরাইয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বর্ণাঢ্য আযোজনের মধ্য দিয়ে পালন করেছে ধামরাই উপজেলা প্রশাসন। প্রশাসনের পক্ষ থেকে গোটা উপজেলা চত্তর বর্ণিল সাজে আলোক স্জা করা হয়েছে।

সকাল ৮ টায় ধামরাই হার্ডিঞ্জের মাঠে জাতীয় সঙ্গীতের পরিবেশনের মধ্য দিয় জাতীয় পতাকা উত্তোলন স্বাাধীনতা ও জাতীয় দিবস উৎসব কার্য়ক্রমের উদ্ধোধন করেন ঢাকা বিশ আসনের এমপি মুক্তিযোদ্ধা আলহাজ্ব নেজীর আহমদ। এসময় উপস্থিত ছিলেন ধামরাইয়ের সাবেক এমপি মুক্তিযোদ্ধা আলহাজ্ব এমএ মালেক, ধামরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোহাদ্দেছ হোসেন, ধামরাই থানার ওসি মোঃ আতিকুর রহমান।

এরপরে অনুষ্ঠিত হয় পুলিশ বাহিনীর প্যারেড প্রশর্দশন ও আনসার ভিডিপি, স্কাউস্, উপজেলার স্কুল ও কলেজের ছাত্রাছাত্রী ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে প্যারেড ও শিশু কিশোর দের ডিস্পলে প্রর্দশন করা হয়। ধামরাইয়ের ৪ শতাধিক মুক্তিযোদ্ধাদের ক্রেষ্ট, ফুল দিয়ে বরণ করা হয়।

ধামরাইয়ের ইউএনও হোসাইন মোহাম্মদ হাইয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ আসন ধামরাইয়ের সাংসদ মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ। বিশেষ অতিথি ছিলেন ধামরাইয়ের সাবেক এমপি মুক্তিযোদ্ধা আলহাজ্ব এমএ মালেক, আরো বক্তব্য রাখেন ধামরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোহাদ্দেছ হোসেন, ধামরাইয়ের মেয়র গোলাম কবীর প্রমূখ।

(ডিসিপি/এসপি/মার্চ ২৬, ২০২৩)