রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : যথাযোগ্য মর্যাদা, বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসায় নানা কর্মসূচির মধ্যদিয়ে সাতক্ষীরায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে এ উপলক্ষে শনিবার ভোরে ৩১বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটির শুভ সূচনা করা হয়। এরপর সকাল ৭টায় শহরের খুলনা রোড মোড়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সকাল ৮টায় সাতক্ষীরা ষ্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন, সালাম গ্রহন ও বেলুন ফেস্টুন উড়িয়ে দিনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন, সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অ্যাড. মোস্তফা লুৎফুল্লাহ, জেলা প্রশাসক মোহাম্মদ হুময়ুন কবির ও পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান।

এরপর পুলিশ, আনছার, বিএনসিসিসহ বিভিন্ন স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের সমম্বয়ে দৃষ্টি নন্দন মার্চপাস্ট, শরীরচর্চা প্রদর্শনী ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়। এরপর বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান, শহীদ মুক্তিযোদ্ধাদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত ও মাজার জিয়ারত, রক্তদান কর্মসুচি, মহানমুক্তিযোদ্ধাদের উপর প্রমান্য চলচিত্র প্রদর্শনী, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতীয় দিবস উপলক্ষ্যে আলোচনাসভা, পুরষ্কার বিতরন, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসুচি পালন করা হয়।

এদিকে স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষ্যে কালিগঞ্জের ফতেপুর মাধ্যমিক বিদ্যালয় ও ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকমণ্ডলী ও শিক্ষার্থীরা একই সাথে পালন করে। ফুতেপুর হাইস্কুল মাঠে অনুষ্ঠিত কর্মসুচিতে জাতীয় পতাকা উত্তোলনের পর প্রধান শিক্ষক রেজোয়ান হারুন ও ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিষ্ণুপদ গাইনের নেতৃতেব একে একে শিক্ষকমণ্ডলী শহীদদের গলায় মালা পরান।

এর আগে জাতীয় সঙ্গীত পরিবেশন শেষে শহীদদের উদ্দেশ্যে এক মিনিট নীরবতা পালন করা হয়। এসময় যুবলীগের পক্ষ থেকে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। দুটি বিদ্যালয়ের শিক্ষকমণ্ডলীসহ বিষ্ণুপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল হক দিবসটির তাৎপর্য ব্যাখ্যা করে বক্তব্য দেন।

(আরকে/এসপি/মার্চ ২৬, ২০২৩)