বিপুল কুমার দাস, রাজৈর : মাদারীপুরের রাজৈর উপজেলায় রাজৈর উপজেলা প্রশাসনের আয়োজনে আজ রবিবার সকাল থেকে দিন ব্যাপী রাজৈর উপজেলা পরিষদ চত্বরে, যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন হয়।

কর্মসূচির মধ্যে ছিলো না কোন সাংস্কৃতিক অনুষ্ঠান তবে অন্যনা কর্মসুচির মধ্যে ছিলো মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, পতাকা উত্তোলন, বেলুন ও পায়রা উড়িয়ে স্বাধীনতা দিবস উদযাপনের শুভ উদ্বোধন, কুচকাওয়াজ, পূরুস্কর বিতরণ, আলোচনা সভা ও বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠানের মধ্যে দিয়ে শেষ হয় প্রথম পর্ব, পরে ১১টা রাজৈর আচমত আলী খান অডিটোরিয়ামে আলোচনা সভায় রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আনিসুজ্জামান এর সভাপতিত্বে ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এইচ এম মাহবুব হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রেজাউল করিম শাহীন চৌধুরী, রাজৈর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ ফজলুল হক বাবুল, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা মোস্তফা, রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন, রাজৈর উপজেলা ভূমি কর্মকর্তা খাদিজা বেগম, রাজৈর উপজেলা আওয়ামী লীগের আহবায়ক সাহাবুদ্দিন সাহা, স্থানীয় সংসদ প্রতিনিধি আফম ফুয়াদ, মুক্তিযুদ্ধকালীন কমান্ডার, মীর আব্দুল কাইয়ুম, সাবেক রাজৈর উপজেলা মুক্তিযুদ্ধ কমান্ডার, সেকান্দরকে আলী শেখ, জেলা ছাত্রলীগের সদস্য সুজন হোসেন রিফাতসহ প্রমূখ।

এ ছাড়াও উপস্থিত ছিলেন রাজৈর উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি বৃন্দ রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক বৃন্দ ও মুক্তিযোদ্ধা বৃন্দ।

(বিডি/এসপি/মার্চ ২৬, ২০২৩)