সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে মোংলায় সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়েছে নৌবাহিনী ও কোস্টগার্ডের দুটি যুদ্ধ জাহাজ বিএনএস কপোতাক্ষ ও বিসিজিএস কামরুজ্জামান। 

রবিবার (২৬ মার্চ) সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ৩টা পর্যন্ত নৌবাহিনীর কপোতক্ষ ও কোস্টগার্ডের কামরুজ্জামান নামের যুদ্ধ জাহাজ দুটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়।

মোংলার দ্বিগরাজে নৌ ও কোস্টগার্ড ঘাটিতে স্বাধীনতা দিবস উপলক্ষ্যে এই যুদ্ধ জাহাজ দুটিকে বাহারি রঙের পতাকা দিয়ে সাজানো হয়। যুদ্ধ জাহাজ দুটি সকাল থেকে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করার পর দেখতে মোংলা শহর ও পার্শ্ববর্তী রামপাল, দাকোপ উপজেলা থেকেও ছুটে আসে মানুষ। নৌঘাটি ও কোস্টগার্ড পশ্চিম জোন সদর দপ্তরে মনোরম পরিবেশে যুদ্ধ জাহাজ দুটি দেখার সুযোগ পেয়ে খুশিতে আতœহারা হন শিশুসহ বিভিন্ন প্রন্ত থেকে ছুটে আসা দর্শনার্থীরা।

(এস/এসপি/মার্চ ২৬, ২০২৩)