রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে শেখ ফজিলাতুন্নেছা মুজিব ইউনিভার্সিটিতে আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৬ মার্চ) শেখ ফজিলাতুন্নেছা মুজিব ইউনিভার্সিটি মিলনায়তনে এ আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আব্দুর রহমান সরকারের সভাপতিত্বে আলোচনায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান অধ্যাপক মো. শহীদুর রহমান খান। আলোচনায় অংশ নেন ট্রেজারার প্রফেসর মাসুম আলম খান, রেজিস্ট্রার প্রফেসর ড. মুজাহিদ বিল্লাহ ফারুকী, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক দিল নশীনা জান্নাত, ইংরেজি বিভাগের ৯মবর্ষের শিক্ষার্থী শতাব্দী রহমান কুহূ প্রমুখ।

আলোচনার পূর্বে শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ (১৯৬৬-১৯৭৫) সম্পর্কিত এই কুইজ প্রতিযোগিতায় প্রথম পুরস্কার পান ইইই বিভাগের ৪র্থ ব্যাচের শিক্ষার্থী রাজিবুল হক সৌরভ, ২য় স্থান অর্জন করেন আইন বিভাগের শিক্ষার্থী মারুফা আক্তার ও ৩য় স্থান অর্জন করেন ইইই বিভাগের ২য়বর্ষের শিক্ষার্থী তৌহিদুল ইসলাম।

সমগ্র অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন আইন বিভাগের প্রভাষক জি. এম. ইকরামুল কবীর ও ইংরেজি বিভাগের প্রভাষক তানজিনা বিনতে আমিন।

(আরআর/এসপি/মার্চ ২৬, ২০২৩)