কেন্দুয়া প্রতিনিধি : কেন্দুয়ায় ফুটবল ও ক্যারাম খেলা নিয়ে প্রতিপক্ষের হামলায় দুই ব্যক্তি নিহত হওয়ার ঘটনায় ২০ জনকে আসামী করে কেন্দুয়া থানায় পৃথক দুটি মামলা করা হয়েছে। মাসকা ইউনিয়নের পিজাহাতি গ্রামের তাহের উদ্দিন ভূঞার ছেলে খসরু মিয়া বাদী হয়ে আলিম উদ্দিনকে প্রধান আসামী করে ১০/১২ জনের বিরুদ্ধে ২৫ মার্চ কেন্দুয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। অপর দিকে বলাইশিমুল ইউনিয়নের নোয়াদিয়া গন্ডবপুর গ্রামের মৃত জালাল উদ্দিন জালু মিয়ার ছেলে রুবেল বাদী হয়ে কামলকে প্রধান আসামী করে ৮ জনের বিরুদ্ধে ২৪ মার্চ অপর একটি মামলা দায়ের করেন।

গত ২০ মার্চ ফুটবল খেলাকে কেন্দ্র করে মাসকা ইউনিয়নের পিজাহাতি গ্রামে আলিম উদ্দিন গংদের সাথে ঝগড়া হয়। এরই জের ধরে মঙ্গলবার তাহের উদ্দিন ভূঞার ছেলে কবিরের উপর হামলা চালায় প্রতিপক্ষের লোকজন। আহত কবিরকে কেন্দুয়া উপজেলা হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন। অপর দিকে বলাইশিমুল ইউনিয়নের নোয়াদিয়া গন্ডবপুর গ্রামের জালাল উদ্দিনের ছেলে সুবেলের সঙ্গে ক্যারাম খেলার ঘটনাকে কেন্দ্র করে সুবেলের উপর হামলা চালায়। তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে আশংকাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দেন। সুবেলকে হাসপাতালে নেয়া হলে মঙ্গলবার দুপুরে তিনি চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ আলী হোসেন বলেন, ঘটনার পর থেকেই গা ঢাকা দিয়েছে হামলাকারীরা। মামলার এজহারভূক্ত আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

(এসবি/এসপি/মার্চ ২৭, ২০২৩)