মিঠুন গোস্বামী, রাজবাড়ী : রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় বারি-৩০ জাতের গম ক্ষেতে নমুনা শস্য কর্তন করা হয়েছে। সোমবার (২৭ মার্চ) সকালে বালিয়াকান্দি সদর ইউনিয়নে নমুনা শস্য কর্তন করা হয়।

উপজেলা কৃষি অফিসের তত্ত্বাবধানে বালিয়াকান্দি সদর ইউনিয়নের আমতলা গ্রামের চাষিরা কয়েক হেক্টর জমিতে বারি-৩০ জাতের গম চাষ করেন। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ নিয়মিতভাবে তদারকি ও পরামর্শ দিয়ে কৃষককে সহযোগিতা করেন। গমের ফলন কেমন হয়েছে তা দেখার জন্য নমুনা ফসল কর্তন করা হয়। এতে দেখা যায় হেক্টর প্রতি ৩.৫০ মে. টন গম (শুকনো) ফলেছে।

নমুনা ফসল কর্তনের সময় উপ-পরিচালক আবুল কালাম, উপজেলা কৃষি অফিসার মোঃ রফিকুল ইসলাম, উপ-সহকারী কৃষি অফিসার বালিয়াকান্দি সদর ইউনিয়ন মাহাবুব আলী খান উপস্থিত ছিলেন।

পাশের কৃষকরা উপস্থিত থেকে তাদের ভিন্ন জাতের গমের তুলনায় বারি-৩০ ভাল ফলন ও অগ্রিম ফসল উঠায় আগামীতে তারাও এই জাতের গম চাষ করবে বলে জানান।

উল্লেখ্য, উপজেলা একাধিক ইউনিয়নে গমের ফলন কেমন হয়েছে তা দেখার জন্য নমুনা ফসল কর্তন করা হয়।

(এমজি/এসপি/মার্চ ২৭, ২০২৩)