রাজন্য রুহানি, জামালপুর : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার অন্যতম ষড়যন্ত্রকারী খুনি মুশতাককে বঙ্গবন্ধুর রাজনৈতিক প্রতিযোগী হিসেবে উপস্থাপন করায় বক্তা সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট হাফিজুর রহমান স্বপনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীরা।

বিকৃত বক্তব্যের মাধ্যমে বঙ্গবন্ধুকে হেয় করার অপচেষ্টাকারী ওই নেতার বিরুদ্ধে দলীয় সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবিতে আমরা সাবেক ছাত্রলীগ ও আওয়ামী লীগের তৃণমূল কর্মীর ব্যানারে অনুষ্ঠিত এক বিক্ষোভ মিছিল ও সমাবেশে এ দাবি জানানো হয়।

সোমবার (২৭ মার্চ) দুপুরে উপজেলার রানাগাছা ইউনিয়নের বাদেচান্দি মোড়ে এ সমাবেশে আয়োজন করা হয়।

সমাবেশে বক্তব্য রাখেন জামালপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মো.সম্রাট আকন্দ, সাবেক ছাত্রনেতা, রানাগাছা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মাহমুদুল আলম খোমেন, সাবেক ছাত্রনেতা ও ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মো. হাসান প্রমুখ।

বক্তারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট হাফিজুর রহমান স্বপনের দেওয়া বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তাকে দল থেকে বহিষ্কার ও তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

বক্তারা আরও বলেন, একজন দায়িত্বশীল নেতা হয়ে তিনি এ ধরনের বক্তব্য দিতে পারেন না। তার এই ধরনের ঔদ্ধত্যপূর্ণ বক্তব্যে আওয়ামী লীগ ও তৃণমূল নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। বক্তারা আগামী ২৪ ঘন্টার মধ্যে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানান। অন্যথায় আরও বৃহত্তর কর্মসূচি দেওয়ার ঘোষনা দেন।
সমাবেশে শেষে জামালপুর-মুক্তাগাছা সড়কে বিক্ষোভ মিছিল বের করে নেতাকর্মীরা।

(আরআর/এসপি/মার্চ ২৭, ২০২৩)