নাটোর প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রামে ১০ বছর বয়সী এক শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগে দায়েরকৃত মামলার রায়ে দোষী দুই যুবককে যাবজ্জীবন ও অপর এক কিশোরকে ১০ বছরের আটকাদেশ দিয়েছেন আদালত। 

আজ মঙ্গলবার দুপুরে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুর রহিম এ রায় দেন। যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন সোহাগ হোসেন (২৯) ও সাগর মন্ডল (২৭)। আদালত একই সাথে এই দুইজনের কাছ থেকে ২০ হাজার টাকা করে জরিমানা আদায় করে ভুক্তভোগীকে প্রদানের নির্দেশ প্রদান করে। অপরদিকে একই মামলায় অভিযুক্ত রনি (১৭) অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় আদালত তাকে শিশু আইনে ১০ বছরের আটকাদেশ প্রদান করে। সাজাপ্রাপ্তরা সকলেই বড়াইগ্রামের ঢুলিয়া গ্রামের বাসিন্দা।

বিশেষ পিপি আনিসুর রহমান জানান, ২০১৬ সালের ১০ এপ্রিল রাতে ঢুলিয়া গ্রামে জলসার মেলা থেকে শিশুকণ্যাকে অপহরণ করে পার্শ্ববর্তী বিলের মধ্যে নিয়ে ধর্ষণ করে সোহাগ ও সাগর। এতে সহায়তা করে রনি। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে মামলা দায়ের করেন। তদন্ত ও সাক্ষ্য প্রমাণ শেষে বিচারক এ দন্ডাদেশ প্রদান করেন।

(এডিকে/এসপি/মার্চ ২৮, ২০২৩)